পোস্টগুলি

ইসলাম কী ? What is Islam ?

ইসলাম কী  ইসলাম কী ? এটা আমাদের সকলেরই সঠিকভাবে জানা দরকার। শুধুমাত্র নামায পড়া, শুক্রবারে মসজিদে যাওয়া, মিলাদ পড়া ইত্যাদি কিছু আচার—আনুষ্ঠিকতা পালন করাই ইসলাম নয়। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রাব্বুল আলামীন বলে দিয়েছেন : “ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।” মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে পরিচালিত হবে, তার ছাত্রজীবন, কর্মজীবন, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা সামগ্রিক জীবনযাপন পদ্ধতি কিভাবে পরিচালিত হবে তা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহপাক রাব্বুল আলামীন বলে দিয়েছেন এবং মানবতার মহানবী আমাদের প্রিয় রাসূল (সা) তার সমস্ত জীবন ধরে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। ইসলাম শান্তির ধর্ম। ইতিহাস থেকে আমরা জানতে পারি মানুষ রচিত যত মতাদর্শ, যত সমাজ ব্যবস্থা পৃথিবীতে এসেছিল সবই সমাজে স্থায়ী শান্তি—শৃংখলা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।  আজ আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি পুঁজিবাদী, আগ্রাসনবাদী, ভোগবাদী আর আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা। এটা আমাদেরকে কোনভাবেই শান্তি দিতে পারছেনা। জনপদে জনপদে আজ চলছে চরম নৈরাজ্য, হানাহানি। ধর্মের নামে সন্ত্রাস। অসুস্থ রাজনীতি, দখলবাজ